হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় কৃষককে কুপিয়ে হত্যা, ২ জনকে জখম

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় কৃষককে কুপিয়ে হত্যার পর উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি: সংগৃহীত

বগুড়ার গাবতলীতে সজল মিয়া (৫০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আরও দুই যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। আজ রোববার দুপুরে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলাহাটা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সজল মিয়া উপজেলার তেলিহাটা দক্ষিণপাড়া গ্রামের মহির মিয়ার ছেলে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নিহত ব্যক্তির লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

স্থানীয়রা জানায়, এলাকায় জমিতে পানি সেচের বিনিময়ে ধান কাটার সময় উৎপাদিত ধানের আটিসহ চার ভাগের এক ভাগ শ্যালো মেশিন মালিককে দিতে হয়। গত বুধবার ধান ভাগ করার সময় শ্যালো মেশিন মালিক সিরাজুল ইসলামের সঙ্গে সজলের বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে সিরাজুল ও তাঁর লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে সজল ঘটনাস্থলেই মারা যান। এ সময় এগিয়ে গেলে একই গ্রামের সোহেল ও রুবেল নামের দুই যুবক হামলায় গুরুতর আহত হন।

বগুড়ায় কৃষককে কুপিয়ে হত্যার পর উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি: সংগৃহীত

এলাকাবাসী আরও জানায়, ঘটনার পরপরই সজল মিয়ার পক্ষের লোকজন সিরাজুলের বাড়িতে হামলা-ভাঙচুর চালায় এবং তাঁর দুটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত