হোম > সারা দেশ > বগুড়া

৪ মাস পর করোনাভাইরাসে বগুড়ায় একজনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় দীর্ঘ চার মাস পর করোনায় মমতাজ উদ্দীন (৭৫) নামে একজন মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল হক।

এর আগে গত মঙ্গলবার শজিমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন তিনি। গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৯ নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত মমতাজ উদ্দীন বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। 

এ বিষয়ে শজিমেকের চিকিৎসক ডা. সাজ্জাদ-উল হক বলেন, বর্তমানে জেলায় ২০ জন করোনা রোগী আছেন। তাঁদের মধ্যে একজন বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে কেউ সুস্থ হননি। 

ডা. সাজ্জাদ-উল হক আরও বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষদিকে বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। পরে দীর্ঘ চার মাস পর আরও একজন মারা গেলেন। এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭০৬ জন। তাঁদের মধ্যে শুধু বগুড়ার বাসিন্দা রয়েছেন ৫৬৬ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। 

জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম বলেন, ‘আমরা জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি। শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে। মাস্ক না পরলে জরিমানাও করছি।’ 

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল