হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় শিশুকে যৌন নিপীড়ন, গ্রাম ছেড়ে পালিয়েছেন অভিযুক্ত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  

প্রতীকী ছবি।

বগুড়ার শেরপুরে ৯ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির দাদি এক ব্যক্তির বিরুদ্ধে গতকাল রোববার রাতে থানায় মামলা করেছেন।

অভিযুক্ত ব্যক্তির নাম শহিদুল সরকার (৪৫)। তিনি ভবানীপুর ইউনিয়নে একটি সেচপাম্প পরিচালনা করেন। ঘটনার পর গ্রাম ছেড়ে পালিয়েছেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই শিশুটি রোববার দুপুরে ধানখেতে সেচ যন্ত্রের পানিতে গোসল করতে যায়। তখন সেচ মেশিনের মালিক শহিদুল তাকে যৌন নিপীড়ন করেন। পরে স্থানীয় বাসিন্দারা এ ঘটনা জানতে পেরে ক্ষুব্ধ হয়ে উঠলে অভিযুক্ত ব্যক্তি গ্রাম থেকে পালিয়ে যান।

শিশুটির দাদি বলেন, ‘আমি এই ঘটনার সঠিক বিচার চাই। তাই পুলিশের কাছে গিয়ে মামলা করেছি।’

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রকিব হোসেন জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর রাতে সেচ যন্ত্রের মালিক শহিদুলের বিরুদ্ধে মামলা করা হয়। অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার এড়াতে গ্রাম থেকে পালিয়েছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।’

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

স্কুলে ঢুকতে দুই পুকুর, ঝুঁকিতে শিক্ষার্থীরা

বগুড়ায় ছাত্রলীগ-যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

বাজারের নামে ফুটপাত ভাড়া যুবদল নেতার

বগুড়ায় পুলিশ কনস্টেবল থেকে খোয়া গেছে ১০টি গুলি

মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার, ৭ পুলিশ প্রত্যাহার

বগুড়ায় স্থানীয়দের সঙ্গে বেদেদের সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত অন্তত ১০

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

বগুড়ায় বাড়িভাড়া চাওয়ায় হুমকি, দুই কারারক্ষী বদলি