হোম > সারা দেশ > বগুড়া

তারেক-জোবাইদার মামলার রায়ের বিরুদ্ধে বগুড়ায় বিএনপির বিক্ষোভ

বগুড়া প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাজার রায় ঘোষণার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

রায় ঘোষণাকে কেন্দ্র করে দুপুর পর থেকেই শহরের নবাববাড়ী সড়কের দলীয় কার্যালয়ে নেতা-কর্মীরা সমবেত হতে শুরু করেন। সেখানে দলীয় কার্যালয়ের সামনেই তাঁরা বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি সরকার বিরোধী স্লোগান দেন। 

বিকেলে তারেক রহমান ও ডা. জোবায়দার সাজার রায় ঘোষণার খবর পেয়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মিছিল বের করেন। তাঁরা মিছিল নিয়ে নবাববাড়ী সড়ক হয়ে জেলা জজ আদালতের সামনে দিয়ে দলীয় কার্যালয়ে ফিরে যান। পরে সেখানে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু ও বিএনপি নেতা সহিদ উন নবী সালাম বক্তব্য দেন। 

বক্তারা বলেন, এটি সরকারের নির্দেশে মিথ্যা মামলায় ফরমায়েশি রায়। দেশের মানুষ অবৈধ সরকার ও তার প্রশাসনের রায় মানে না। সরকার পতনের এক দফা দাবি আদায়ের মাধমে এই রায়ের জবাব দেওয়া হবে বলেও উল্লেখ করেন তাঁরা। 

এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকে শহরে নিরাপত্তা জোরদার করা হয়। শহরের ভেতরে এবং সড়ক ও মহাসড়কে দিনভর পুলিশ টহল দিতে দেখা যায়।

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত