হোম > সারা দেশ > বগুড়া

দলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, শাজাহানপুরে ছাত্রদল নেতার পদত্যাগ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি  

মো. জোবায়ের হোসেন। ফেসবুক থেকে নেওয়া

বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব মো. জোবায়ের হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে নিজেকে দল থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি দলের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এনে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

রোববার (১৩ জুলাই) জোবায়ের নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে বলেন, ‘রাজনৈতিক দল বিএনপির চাঁদাবাজি, দখলবাজি, গুম, খুন, হত্যা ইত্যাদি কর্মকাণ্ড চলমান থাকায় আমি আমার পদ থেকে সরে দাঁড়ালাম এবং রাজনৈতিক সব কার্যক্রম থেকে নিজেকে অব্যাহতি দিলাম।’

ফেসবুক পোস্টে জোবায়ের হোসেন লেখেন,

‘আসসালামু আলাইকুম,

সবার অবগতির জন্য জানানো হচ্ছে যে, আমি মো. জোবায়ের হোসেন, শাজাহানপুর থানার ১ নম্বর আশেকপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব। রাজনৈতিক দল বিএনপির চাঁদাবাজি, দখলবাজি, গুম, খুন, হত্যা ইত্যাদি চলমান থাকার কারণে আমি আমার পদ থেকে সরে দাঁড়ালাম এবং রাজনৈতিক সব কর্মকাণ্ড থেকে নিজেকে অব্যাহতি দিলাম।

‘যে দল মানুষ খুন করতে দ্বিধাবোধ করে না, সে দলে থাকার কোনো অধিকার কোনো ব্যক্তির নেই বলে আমি মনে করি। চলমান রাজনৈতিক দল বিএনপির সব কর্মকাণ্ড থেকে আমি নিজেকে আজ থেকে সরিয়ে নিলাম।

সকলকে ধন্যবাদ।’

তবে শাজাহানপুর থানা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন আজকের পত্রিকাকে বলেন, ‘জোবায়ের কোনো দিনও ছাত্রদলের কর্মসূচিতে অংশগ্রহণ করত না। একদিন উপস্থিত হয়ে স্থানীয় বিএনপির একটি অংশের সহযোগিতায় শিক্ষার্থীদের সমর্থনে আশেকপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব মনোনীত হয়। পদ পাওয়ার পরেও তাকে আমি কোনো দিন ছাত্রদলের কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখিনি। পদে আসীন হওয়ার পরে শুনেছি সে শিবিরের কর্মী ছিল। পদে থাকলেও সে দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করেনি।’

ছোটন আরও বলেন, ‘আশেকপুর ইউনিয়ন ছাত্রদলের সর্বশেষ কমিটিতে তাকে কোনো পদে রাখিনি। সে আমাদের কর্মী বা নেতা নয়, তাই তার পদত্যাগ করার কোনো সুযোগ নেই। পদ থাকলেই কেবল পদত্যাগের প্রশ্ন আসে।’

অভ্যন্তরীণ কোন্দল: যুবদল নেতাকে অপর যুবদল নেতার ছুরিকাঘাত

মান্নাকে ৩৮ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধে ‘কলব্যাক নোটিশ’

বাসার বাথরুমে পড়ে ছিল নারী প্রভাষকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

মহাসড়কে ছিনতাইকালে হাঁসুয়াসহ গ্রেপ্তার ১

শেরপুরে আমনের বাজারদরে হতাশ কৃষক

শেরপুরে জাল টাকার কারবারি চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চার দিন ধরে শিবির কর্মী আসাদুল্লাহ নিখোঁজ, পরিবারের উদ্বেগ

বগুড়ায় সাঁজোয়া কোরের সম্মেলনে সেনাপ্রধান

পরকীয়া সন্দেহে স্ত্রীকে ছুরিকাঘাত করে থানায় স্বামী

স্কুলব্যাগে ৪ কেজি গাঁজা, দুই কারবারি গ্রেপ্তার