হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দিতে জিসান বাবু (১৩) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে সুলতানাড়া গ্রামের মহিষার বিল থেকে পুলিশ জিসানের লাশ উদ্ধার করে। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

জিসান পার্শ্ববর্তী ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের হটিয়ারপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং জোড়শিমুল উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউপি চেয়ারম্যান রাসেদুজ্জামান রাছেল বলেন, হটিয়ারপাড়া গ্রাম সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নসংলগ্ন। জিসান বাবুসহ তিন বন্ধু সন্ধ্যার পর সুতানারা গ্রামের মহিষার বিলে বেড়াতে যায়। জানতে পেরেছি, সেখানে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে দুই বন্ধু সেখান থেকে পালিয়ে যায়। জিসানের পরিবারের লোকজন খোঁজ-খবর করার একপর্যায়ে বিলের মাঠে জিসানের রক্তাক্ত লাশ দেখতে পান।

সারিয়াকান্দি থানার ওসি রবিউল ইসলাম বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহতের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে জিসান নামের ওই স্কুলছাত্রকে হত্যা করা হয়েছে, তা জানা যায়নি।

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত