হোম > সারা দেশ > বগুড়া

শিবগঞ্জে নৌকার প্রার্থীর প্রচারে হামলা, আহত ৩

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জের বিহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী মহিদুল ইসলামের প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নৌকার বিদ্রোহী প্রার্থী মতিউর রহমান মতিনের বিরুদ্ধে। হামলায় দুইটি মোটরসাইকেল ভাঙচুর ও নৌকা মার্কার তিন সমর্থক আহত হয়েছেন। 

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বিহার চানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

হামলায় আহতরা হলেন, নৌকার সমর্থক ভান্ডারিপাড়ার শামীম ও সাব্বির এবং ভাসু বিহার গ্রামের খলিলুর রহমান। আহতরা বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ব্যাপারে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান মহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, ভাসুবিহার সংলগ্ন চানপাড়া গ্রামে প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ মতিনের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অন্তত ৩০/৪০ জন যুবক তাদের ওপর হামলা করে। তিনি আরও অভিযোগ করেন, হামলার একদিন আগেই প্রচারণা সভায় প্রকাশ্যে হামলা ও খুনের ঘোষণা দিয়েছিলেন যুবলীগ নেতা মতিন। 

এ ব্যাপারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বিহার ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতিন জানান, তিনি তার নেতা কর্মীদের নিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে সন্ধ্যার আগেই বাড়ি ফিরেছেন। নির্বাচন থেকে দূরে রাখতে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন নৌকার প্রার্থী মহিদুল। তিনি আরও বলেন, এর আগে বিভিন্ন জনসভায় মহিদুল আমার লোকজনকে হুমকি দিয়ে আসায় আমরা সন্ধ্যার আগেই প্রোগ্রাম শেষ করি। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম মনোনয়নপত্র জমা দিতে পারেননি

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, স্বাক্ষরের স্থলে আঙুলের ছাপ

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

বগুড়ায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

‘অনলাইনে জুয়ার টাকা ভাগাভাগি’ নিয়ে খুন হন বগুড়ার সেই ব্যবসায়ী

বগুড়ায় ট্রাকচাপায় ভূমি অফিসের সহকারী নিহত

বগুড়ায় টোব্যাকোসহ ২ প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও অস্ত্র-গুলি লুট

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, আটক ৩

বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ