হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

বগুড়া প্রতিনিধি

সড়ক দুর্ঘটনার কবলে পড়া ট্রাক। ছবি: আজকের পত্রিকা

বগুড়ায় ঘন কুয়াশায় দুই ট্রাকের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন।

আজ শুক্রবার সকাল ৭টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর বগুড়া-নাটোর মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

নিহতের ব্যক্তি মাছবাহী ট্রাকের চালকের সহকারী ছিলেন বলে পুলিশ জানিয়েছে। তবে তাঁর পরিচয় জানা যায়নি।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

ওসি তারিকুল ইসলাম বলেন, খুলনা থেকে মাছবাহী একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। অপরদিকে বালুবাহী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। পথে বনবাঘা বাসস্ট্যান্ডে মহাসড়কে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে বালুবাহী ট্রাকের। এ সময় মাছবাহী ট্রাকের সঙ্গে বালুবাহী ট্রাকটির সংঘর্ষ হয়। মাছবাহী ট্রাকের চালকের সহকারী ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকের কেবিন কেটে তাঁর লাশ উদ্ধার করে।

এ ছাড়া দুই ট্রাকের চালক, এক সহকারী ও অটো রিকশার দুজন যাত্রীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ওসি বলেন, দুর্ঘটনার কারণে সকাল ১০টা পর্যন্ত মহাসড়কে যানজট লেগে থাকে। পরে হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত

খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়াজুড়ে শোক, বন্ধ মার্কেট ও দোকানপাট

বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে আত্মগোপনে স্বামী

সড়ক সংস্কারের রোলারচাপায় এক ব্যক্তি নিহত

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম মনোনয়নপত্র জমা দিতে পারেননি

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, স্বাক্ষরের স্থলে আঙুলের ছাপ

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু