হোম > সারা দেশ > বগুড়া

ব্যবসায়ীর কবজি ও গোড়ালি কাটার মামলায় কৃষক লীগ নেতা গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় আশিক সরকার (৩৫) নামের এক ব্যবসায়ীর কবজি ও গোড়ালি কেটে নেওয়ার মামলায় কৃষক লীগ নেতা আলম শেখকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।

আলম শেখ বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এবং এরুলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি। তিনি বানদীঘি ফকিরপাড়া গ্রামের বাসিন্দা।

গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের বানদীঘি গ্রামের বাজার থেকে বাড়ি ফেরার পথে আশিক সরকারের পথ রোধ করে ধারালো অস্ত্র দিয়ে বাঁ হাতের কবজি ও দুই পায়ের গোড়ালি কেটে নেয় দুর্বৃত্তরা। আশিক সরকার বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় পরদিন মঙ্গলবার সন্ধ্যায় আশিকের বড় ভাই লালন সরকার বাদী হয়ে ইউপি সদস্য আলম শেখ, তাঁর ছেলে শরিফসহ ছয়জনের নামে বগুড়া সদর থানায় মামলা করেন।

মামলায় উল্লেখ করা হয়, জমি নিয়ে সালিসকে কেন্দ্র করে বিরোধের জের ধরে আলম মেম্বার ও তাঁর ছেলে আশিকের হাত-পা কেটে নেওয়ার হুমকি দিয়েছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) ও এরুলিয়া ইউনিয়ন বিট পুলিশিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার আলম শেখকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে। তিনি আরও বলেন, মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ধুনটে জামায়াতের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সড়কে গাছ ফেলে অটোরিকশা ছিনতাই

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি