হোম > সারা দেশ > বগুড়া

দুষ্টুমি করায় ‘শাসন’ করে শিশুকে হাসপাতালে পাঠালেন শিক্ষক

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে এক শিক্ষকের বিরুদ্ধে নামের পঞ্চম শ্রেণীর এক ছাত্রকে (১০) লাঠিদিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে ওই ছাত্রের দাদা শেখ মঞ্জুরুল আলম ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। 

আহত নাফিজ উপজেলার সান্তাহার পৌর শহরের সাঁতাহার মহল্লার শেখ শামীমের ছেলে। 

অভিযোগে সূত্রে জানা গেছে, উপজেলার সান্তাহার পৌর শহরের হার্ভে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র নাফিজ। শেখ রাসেলের জন্মদিন উদযাপনের জন্য গতকাল বুধবার সকাল ৮টার দিকে বিদ্যালয়ে যায় সে। বিদ্যালয় চলাকালীন রতন বসাক নামের সহকারী শিক্ষক তাকে লাঠি দিয়ে বাম হাত, হাঁটুর নিচে এবং বাম চোখে ঘুষি মারেন। 

এরপর নাফিজ বাড়ি ফিরে এলে তার শরীরে প্রচন্ড জ্বর আসে। ঘটনাটি জানার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়ি নেওয়া হয়। এরপর আজ বৃহস্পতিবার সকালে সহকারী শিক্ষক রতনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়। 

অভিযোগকারী শেখ মঞ্জুরুল আলম বলেন, ‘আমার নাতি নাফিজকে বেধরক মারপিট করাই রতন শিক্ষকের বিচার চাই।’ 
 
অভিযুক্ত শিক্ষক রতন বসাক বলেন, ‘শেখ রাসেল দিবসে বেলুন ফাটানোসহ দুষ্টুমি করাই একটু শাসন করা হয়েছে।’ 

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা অভিযোগ পাওয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তের জন্য সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক রকিব হোসেন দেওয়া হয়েছে। 

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রকিব হোসেন জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধুনটে জামায়াতের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সড়কে গাছ ফেলে অটোরিকশা ছিনতাই

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি