হোম > সারা দেশ > বগুড়া

দেশের স্বার্থে দুর্নীতি থেকে সরে আসতে হবে: দুদক কমিশনার

বগুড়া প্রতিনিধি

দুদকের কমিশনার মো. মোজাম্মেল হক খান বলেছেন, মানুষের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে। গণশুনানি দ্বারা দুর্নীতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। দুর্নীতি থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের প্রত্যেকেরই মানসিকতার পরিবর্তন করতে হবে। দুর্নীতি সমাজকে কলুষিত করে এবং দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। দেশের বৃহৎ স্বার্থে আমাদের দুর্নীতি থেকে সরে আসতে হবে। জনগণের সচেতনতার লক্ষ্যে যেসব স্লোগান স্থান পেয়েছে, সেগুলোকে আত্মস্থ করতে হবে।

আজ বুধবার সকালে বগুড়ায় শহীদ টিটু মিলনায়তনে সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে এক গণশুনানিতে তিনি একথা বলেন। গণশুনানিতে মোজাম্মেল হক প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। 

দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক মনিরুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে গণশুনানিতে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আকতার হোসেন, রাজশাহী বিভাগীয় পরিচালক কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোতাহার হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোজাম্মেল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। গণশুনানিতে বিভিন্ন সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে যাঁরা হয়রানি হয়েছেন, তাঁদের অভিযোগগুলো আমলে নেওয়া হয়। 

ধুনটে জামায়াতের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সড়কে গাছ ফেলে অটোরিকশা ছিনতাই

বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, তিন যুবদল নেতা-কর্মী গ্রেপ্তার

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করায় যুবদল নেতাকে বহিষ্কার

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক

বসতবাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালংকার চুরি

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

ট্রাফিক পুলিশের ওপর চড়াও, বিএনপি নেতাকে অব্যাহতি