হোম > সারা দেশ > বগুড়া

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: বগুড়ার তিন উপজেলায় আটক ২১ 

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় তিন উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণকালে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ২১ জনকে আটক করা হয়েছে। আজ বুধবার বগুড়ার শেরপুর, ধুনট ও নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণকালে বিভিন্ন কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়। 

আটক ব্যক্তিদের মধ্যে শেরপুরে ৬ জন, ধুনটে ৬ জন এবং নন্দীগ্রামে ৯ জন রয়েছে। 

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, বিভিন্ন কেন্দ্রের আশপাশে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় ৬ জনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জানান, বিভিন্ন ভোটকেন্দ্র ও তার আশপাশে থেকে ৬ জনকে আটক করা হয়েছে। 

অপরদিকে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসেন জানান, নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৯ জনকে আটক করে থানায় রাখা হয়েছে। 

আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া, প্রার্থীর এজেন্ট হিসেবে মোবাইল ফোন ব্যবহারসহ বিশৃঙ্খলার অভিযোগ রয়েছে। ভোটগ্রহণ শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

অভ্যন্তরীণ কোন্দল: যুবদল নেতাকে অপর যুবদল নেতার ছুরিকাঘাত

মান্নাকে ৩৮ কোটি টাকা খেলাপি ঋণ পরিশোধে ‘কলব্যাক নোটিশ’

বাসার বাথরুমে পড়ে ছিল নারী প্রভাষকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

মহাসড়কে ছিনতাইকালে হাঁসুয়াসহ গ্রেপ্তার ১

শেরপুরে আমনের বাজারদরে হতাশ কৃষক

শেরপুরে জাল টাকার কারবারি চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চার দিন ধরে শিবির কর্মী আসাদুল্লাহ নিখোঁজ, পরিবারের উদ্বেগ

বগুড়ায় সাঁজোয়া কোরের সম্মেলনে সেনাপ্রধান

পরকীয়া সন্দেহে স্ত্রীকে ছুরিকাঘাত করে থানায় স্বামী

স্কুলব্যাগে ৪ কেজি গাঁজা, দুই কারবারি গ্রেপ্তার