হোম > সারা দেশ > বগুড়া

শেরপুরে বিদ্যুতায়িত হয়ে গাছির মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে শিমুলগাছ থেকে তুলা পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক গাছির মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা মধ্যপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত হাফিজুর রহমান (৬০) উপজেলার সিমাবাড়ী ইউনিয়নের কদিমহাসড়া গ্রামের বাসিন্দা। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, হাফিজুর রহমান পেশায় একজন গাছি। তিনি এই মৌসুমে এলাকার বিভিন্ন শিমুলগাছ থেকে তুলা পেড়ে দেন। আজ শনিবার সকালে ঘোগা মধ্যপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক ও জাহাঙ্গীরের গাছে তুলা পাড়তে ওঠেন। এই গাছের পাশ দিয়ে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন টানা ছিল। শিমুলের একটি ডাল বিদ্যুৎ সঞ্চালন লাইনে পড়লে তিনি সরানোর চেষ্টা করেন। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে সেখানেই আটকে থাকেন। খবর পেয়ে উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরা হাফিজুরের মরদেহ উদ্ধার করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুরের ফায়ার সার্ভিস কর্মকর্তা নাদির হোসেন বলেন, পল্লী বিদ্যুতের সঞ্চালনের তারে জড়িয়ে হাফিজুর রহমান বিদ্যুতায়িত হন। মরদেহটি উদ্ধার করে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, আইনগত প্রক্রিয়া শেষে এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নাসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত

খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়াজুড়ে শোক, বন্ধ মার্কেট ও দোকানপাট

বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে আত্মগোপনে স্বামী

সড়ক সংস্কারের রোলারচাপায় এক ব্যক্তি নিহত

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম মনোনয়নপত্র জমা দিতে পারেননি

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, স্বাক্ষরের স্থলে আঙুলের ছাপ

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু