হোম > সারা দেশ > বগুড়া

শিবগঞ্জে বিশৃঙ্খলা এড়াতে সমাবেশের স্থান পরিবর্তন গণতন্ত্র মঞ্চের

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে বিশৃঙ্খলা এড়াতে স্থান পরিবর্তন করে সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে গণতন্ত্র মঞ্চ। আজ সোমবার বেলা ৩টায় উপজেলার মোকামতলা উচ্চবিদ্যালয় মাঠে এই সমাবেশ করার কথা ছিল। কিন্তু একই সময়ে শান্তি সমাবেশের ঘোষণা দেয় শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।

গণতন্ত্র মঞ্চের নেতারা জানান, কেন্দ্র ঘোষিত রোডমার্চের অংশ হিসেবে শিবগঞ্জের মোকামতলায় সমাবেশ আহ্বান করা হয়। গতকাল রোববার ঢাকা থেকে শুরু হওয়া দিনাজপুরমুখী রোডমার্চ আজ সোমবার বগুড়ায় পৌঁছার কথা রয়েছে।

মোকামতলা উচ্চবিদ্যালয়ের পরিবর্তে মোকামতলা বাজারের জয়পুর রাস্তার মোড় এলাকায় সমাবেশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন গণতন্ত্র মঞ্চের শরিক দল নাগরিক ঐক্যের শিবগঞ্জ উপজেলা শাখার সদস্যসচিব আব্দুল বাছেদ বাদশা। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘রোববার রাত পর্যন্ত আমরা মোকামতলা উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশের সিদ্ধান্তে অনড় ছিলাম। স্বেচ্ছাসেবক লীগ তাদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি। তাই স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে আমরা স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি।’

শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও মোকামতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান হাবিব সবুজ বলেন, আজকের (সোমবার) শান্তি সমাবেশ আমাদের পূর্বনির্ধারিত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মোকামতলা হাইস্কুল মাঠে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছি। নির্ধারিত সময়েই আমরা আমাদের শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি বাস্তবায়ন করব।’ 

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) আশিক ইকবাল বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে দুই পক্ষকে ভিন্ন স্থানে সমাবেশ করার অনুরোধ জানানো হয়েছে। উভয় পক্ষই এ বিষয়ে একমত হয়েছে। সমাবেশ ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ তৎপর আছে।

সড়ক সংস্কারের রোলারচাপায় এক ব্যক্তি নিহত

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম মনোনয়নপত্র জমা দিতে পারেননি

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, স্বাক্ষরের স্থলে আঙুলের ছাপ

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

বগুড়ায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

‘অনলাইনে জুয়ার টাকা ভাগাভাগি’ নিয়ে খুন হন বগুড়ার সেই ব্যবসায়ী

বগুড়ায় ট্রাকচাপায় ভূমি অফিসের সহকারী নিহত

বগুড়ায় টোব্যাকোসহ ২ প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও অস্ত্র-গুলি লুট

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, আটক ৩