হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালী উপকূল প্লাবিত, ১৭ রুটে নৌযান চলাচল বন্ধ

পটুয়াখালী প্রতিনিধি

রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়ন জোয়ারের পানিতে প্লাবিত। ছবি: আজকের পত্রিকা

নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। আজ বৃহস্পতিবার জোয়ারের পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। নদ-নদী ও সাগর উত্তাল থাকায় ঢাকা-রাঙ্গাবালীসহ অভ্যন্তরীণ ১৭ রুটে নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

পটুয়াখালী নদী বন্দরের সহকারী পরিচালক মো. জাকী শাহরিয়া জানান, পায়রা বন্দরকে ৩ নম্বর ও নদী বন্দরকে ২ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে। নদী উত্তাল থাকায় ঢাকা-রাঙ্গাবালীসহ জেলার অভ্যন্তরীণ ১৭টি রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া নদীতে যাত্রীবাহী স্পিডবোট চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।

রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়ন জোয়ারের পানিতে প্লাবিত। ছবি: আজকের পত্রিকা

আজ সারা দিন জড়ো হাওয়ার চলছে অবিরাম বৃষ্টি। জোয়ারের পানিতে উপকূলীয় রাঙ্গাবালীসহ উপকূলীয় এলাকা তলিয়ে গেছে। দুপুরে জোয়ারের পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে পানির প্রবল তোড়ে বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে পড়ে লোকালয়ে এবং তলিয়ে যায় ঘরবাড়িসহ ফসলি জমি।

অন্যদিকে অবিরাম বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে যায় পটুয়াখালী পৌর শহরের অধিকাংশ রাস্তাঘাট। পুরোনো হাসপাতাল রোড, মহিলা কলেজ রোড, মুন্সেফপাড়া, জুবিলী স্কুল রোড ও লঞ্চঘাট এলাকাসহ শহরের অধিকাংশ সড়ক। বৃষ্টি, ঝড়-বাতাস ও জোয়ারের পানিতে স্থবির হয়ে পড়েছে উপকূল অঞ্চলের মানুষের জীবনযাত্রা।

রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়ন জোয়ারের পানিতে প্লাবিত। ছবি: আজকের পত্রিকা

স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মোসা. আখতার জাহান বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ দিয়েছে। এ কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে এবং দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টিও হচ্ছে। গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে ১১৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আগামী নির্বাচনে বিপুল সংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের