হোম > সারা দেশ > বরিশাল

বাকেরগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জহিরুল ইসলাম মামুন ওরফে হাতকাটা মামুনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার রাত ৮টার দিকে ইউনিয়নের ইছাপুরা গ্রামের চৌরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। 

দুর্বৃত্তের হামলায় মামুন নিহত হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফরিদপুর ইউপির চেয়ারম্যান শফিকুর রহমান সিকদার। তিনি বলেন, ‘হামলায় ঘটনাস্থলেই হাতকাটা মামুনের মৃত্যু হয়েছে।’ 

স্থানীয় লোকজন জানান, মামুনের বিরুদ্ধে দুটি হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে। তিনি টানা তিনবার নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। ফরিদপুর ইউনিয়ন বাকেরগঞ্জের মূলভূখন্ড থেকে বিচ্ছিন্ন নদীবেষ্টিত এলাকা। 

ইউপির চৌকিদার আবদুর রহিম বলেন, ‘মামুন হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন। আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁকে আক্রমণ করেন। তিনি দৌড়ে সড়কের পাশে বাগানের মধ্যে ঢুকে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়।’ 

রহিম আরও বলেন, ‘সবগুলো কোপ মামুনের মাথার ওপর দেওয়া হয়েছে। এতে মাথার খুলি বের হয়ে গেছে। হামলাকারীরা গুলি করলেও তা মামুনের গায়ে লাগেনি।’ 

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছেন ইউপি সদস্য মামুন খুন হয়েছেন। তিনি ও কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে যাচ্ছেন।

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ