হোম > সারা দেশ > বরিশাল

বাকেরগঞ্জে মাটির রাস্তায় বাঁশের সাঁকো

আল আমিন জুয়েল, বাকেরগঞ্জ (বরিশাল) 

রাস্তার ওপর আবার সাঁকো তৈরি হয় নাকি! বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৩ নম্বর দাড়িয়াল ইউনিয়নের কালেঙ্গা গ্রাম বলছে হয়। এই গ্রামের ৮ হাজার লোক এই ঘটনার সাক্ষী। 

রাস্তায় বেরোলেই হাঁটু সমান কাঁদা। কেউ অসুস্থ হলেও হাসপাতালে নেওয়ার সুযোগ নেই। হাট-বাজারে যেতেও এলাকাবাসীকে পাড়ি দিতে হয় হাঁটু সমান কাদা। সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বরিশালে টানা কয়েক দিনের বৃষ্টিতে কাদার সঙ্গে জমেছে পানি। সব মিলে গ্রামের একমাত্র মাটির রাস্তাটির বেহাল দশা। এমন পরিস্থিতিতে চলাচলের জন্য কাঁদা মাটির রাস্তার ওপরেই বাঁশ দিয়ে সাঁকো তৈরি করেছে গ্রামবাসী। 
 
স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবৎ বাকেরগঞ্জের ৩ নম্বর দাড়িয়াল ইউনিয়নের কালেঙ্গা গ্রামের মান্নান ঢালীর বাড়ি থেকে কালেঙ্গা উত্তমপুর বাজার পর্যন্ত মাটির রাস্তাটি পাকা করার কোন উদ্যোগ নেওয়া হয়নি। এতে স্কুল, কলেজ খোলা থাকাকালে শিক্ষার্থী ও সারা বছর গ্রামের মানুষের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। কাদা রাস্তায় হাঁটাচলায় অসুবিধা হওয়ায় এলাকাবাসীর উদ্যোগে প্রায় ১০০ ফুট দীর্ঘ একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। এ সাঁকো দিয়ে স্থানীয়রা চলাচল করছে। সম্প্রতি এমনই একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

মানিক মিয়া নামের একজন স্থানীয় বাসিন্দা বলেন রাস্তাটি সম্পূর্ণ মাটির। একটু বৃষ্টি হলেই কাদা হয়ে যায়। তাই এলাকাবাসীর উদ্যোগে বাঁশ দিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। 
 
এ বিষয়ে ৩ নম্বর দাড়িয়াল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার সহিদুল বলেন, আমি নতুন মেম্বার নির্বাচিত হয়েছি। চেয়ারম্যানের সঙ্গে কথা বলে শুকনার সিজনে একটি ব্যবস্থা করা হবে। যেহেতু এই সড়ক নির্মাণের দায়িত্ব এলজিইজি’র। তাই তাদের কাছে আবেদন করা হবে। 
 
তবে এ বিষয়ে জানতে দাড়িয়াল ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলামকে ফোন করলে তিনি রিসিভ করেননি। 

এ প্রসঙ্গে জানতে চাইলে বাকেরগঞ্জ এলজিইডির প্রকৌশলী আবুল খাঁয়ের জানান, বিষয়টি আমার জানা নেই। আগে আমাকে দেখতে হবে এটা আমাদের আওতায় কিনা। যদি আমাদের আওতায় হয় তবে গুরুত্ব সহকারে দেখা হবে। 

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ