হোম > সারা দেশ > ভোলা

মেঘনায় ১১ লাখ লিটার ডিজেল নিয়ে জাহাজডুবি

ভোলা প্রতিনিধি

ভোলার মেঘনা নদীতে দুই কার্গো জাহাজের সংঘর্ষে তলা ফেটে ১১ লাখ লিটার ডিজেল নিয়ে ডুবে গেছে এসভি সাগর নন্দনি-২ নামে একটি জাহাজ। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কোস্টগার্ড ওই জাহাজের ১২ নাবিককে জীবিত উদ্ধার করেছে। জাহাজটির তলা ফেটে যাওয়ার ফলে ডিজেল মেঘনা নদীতে ছড়িয়ে পড়েছে।

আজ রোববার সকালে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের কাঠির মাথা এলাকার মেঘনায় এ ঘটনা ঘটে। ইলিশা নৌ-থানার ইনচার্জ মো. আকতার হোসেন খবরের সত্যতা নিশ্চিত করেছেন। 

জাহাজের স্টাফরা দাবি করেন, জাহাজে প্রায় নয় কোটি টাকার তেল ছিল। জাহাজটি যখন ডুবছিল তখন আশপাশের কিছু জেলে এসে তেল সংগ্রহ করে নিয়ে যায়। 

ভোলা কোস্টগার্ড জানায়, দুর্ঘটনা কবলিত জাহাজটি চট্টগ্রাম থেকে ডিজেল নিয়ে ঢাকায় যাচ্ছিল। রোববার সকালে কাঠির মাথা নামক এলাকার মেঘনা নদীতে নোঙর করা আরেকটি জাহাজের সঙ্গে ওই জাহাজটির সংঘর্ষ হয়। নদীতে ঘন কুয়াশা থাকার কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

মো. আকতার হোসেন জানান, নৌ-পুলিশ ও কোস্টগার্ড ডিজেল অপসারণের চেষ্টা করছে। দুর্ঘটনা কবলিত স্থানটিতে নৌ-পুলিশের কাজ চলমান রয়েছে। 

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান, খবর পেয়ে পুলিশ, কোস্টগার্ড, নৌ-পুলিশের একটি দল তেল অপসারণের চেষ্টা চালাচ্ছে। এ ছাড়া জাহাজের তেল আনলোড করার জন্য জাহাজের মালিক কর্তৃপক্ষ অন্য একটি জাহাজ আনার চেষ্টা করছে। তবে অনেক তেল মেঘনার পানিতে ভেসে গেছে। 

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে

শখের হাঁসটি ধরে নিয়ে গেলেন এনজিও কর্মীরা

৮ দফা দাবিতে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের