কেউ খিচুড়ি খাচ্ছেন, কেউ ভাত। কেউ বা আসার ক্লান্তিতে একটু জিরিয়ে নিচ্ছেন। আজ শুক্রবার দুপুরে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানের চিত্রটা এমনই। বিএনপির নেতা-কর্মীরা এই উদ্যানের সাবেক নাম বেলস পার্ক হিসেবেই ডাকছেন। বিশাল উদ্যানটির চারদিকেই শুধু সমাবেশে আসা মানুষের ভিড়। এখানেই আগামীকাল (৫ নভেম্বর) ধারাবাহিক বিভাগীয় সমাবেশের পঞ্চম পর্ব ডেকেছে বিএনপি।
মূল মঞ্চের সামনেই তাঁবু গেড়েছে ঝালকাঠি জেলা কৃষক দল। গতকালই তারা নিজেদের ভ্যানে রান্নার ডেকচি, হাঁড়ি, গ্যাসের চুলাসহ চলে এসেছেন। জুমার নামাজের পরে দেখা গেল সবাই পাতলা খিচুড়ি খাচ্ছেন। নলছিটি উপজেলা কৃষক দলের সভাপতি খোকন জানালেন, ২০০ জনের জন্য রান্না করেছেন তাঁরা। নিজেদের বাদে বাকি ১০০ সমাবেশের অন্যদের খাইয়েছেন।
তাঁবুর নিচে দোকান থেকে কিনে আনা খিচুড়ি খাচ্ছিলেন পিরোজপুর ছাত্রদলের নেতারা। একজন মন্তব্য করলেন, ‘ডিমডা আরেকটু বড় অইলে ভালো অইতে।’
মাঠের ডান পাশে বিশাল জায়গাজুড়ে রাতে তাঁবু করে থেকেছেন বরগুনা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। যেখানে থেকেছেন সেখানেই দুপুরে খাওয়ার জন্য সবাই সারিবদ্ধভাবে বসেছেন। রান্না হচ্ছে পাশে। আরও কিছুটা সময় লাগবে, তাই অনেকেই ‘অ্যা ব্যাডা, প্যাট চো চো করতে আছে।’ এমন করে পাশেরজনকে বলছেন।
পেছনেই একটি ছোট পুকুরের পরে জেলার ডিসি, পুলিশ সুপারদের বাসভবন। সামনের রাস্তায় অসংখ্য নেতা-কর্মী বসে আছেন। ঝালমুড়ি, ডাব, চায়ের দোকানগুলো চলে গেছে তাঁদের কাছে। তাই ব্যবসাও জমজমাট।
বিভাগীয় গণসমাবেশের প্রধান সমন্বয়কারী ডা. এ জেড এম জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘হোটেলে পয়সা দিয়ে সিট নেওয়ার পরেও বের করে দেওয়া হচ্ছে। একটি কমিউনিটি সেন্টার ভাড়া নিয়েছিলেন কর্মীরা। সেটাও তালা মেরে দেওয়া হয়েছে। আশা করছি আজ রাত ১১টার মধ্যেই সবাই চলে আসবেন। মাঠেই থাকবেন সবাই।’