হোম > সারা দেশ > পটুয়াখালী

বাউফলে ধর্ষণ মামলার ২ আসামি গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি

রিয়াজ মুন্সি (৩৭) ও সুজন হাওলাদার (২৮) । ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে প্রতিবন্ধী কিশোরীকে (১৬) ধর্ষণ মামলার মূল আসামি হোসেন হাওলাদার এবং ২০২০ সালে এক নারীকে (২৭) ধর্ষণের ঘটনার মামলার পরোয়ানাভুক্ত আসামি রিয়াজ মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দাশপাড়া ও কালাইয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে বাউফল থানার পুলিশ।

গ্রেপ্তার সুজন হাওলাদার (২৮) কালাইয়া ইউনিয়নের সেলিম হাওলাদের ছেলে এবং রিয়াজ মুন্সি (৩৭) দাশপাড়া ইউনিয়নের বারেক মুন্সির ছেলে।

পুলিশ জানায়, পরিবারের লোকজন কাজের সুবাধে বাইরে থাকার সুযোগে ১৬ বছরের এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করেন হোসেন। ঘটনা সরাসরি দেখে প্রতিবাদ করলে কিশোরীর মা ও ফুফুকে মারধর করেন অভিযুক্ত হোসেন, তাঁর পিতা সেলিম ও ভাই হাসান। এ ঘটনায় ভিকটিমের ভাই ৮ ফেব্রুয়ারি বাউফল থানায় মামলা করেন।

ঘটনার দিনই মারধরে অভিযুক্ত হাসান ও সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। তবে পালিয়ে যান মূল অভিযুক্ত হোসেন। আজ সকালে পলাতক হোসেনকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করা হয়।

অপর দিকে ২০২০ সালে এক নারীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় করা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিয়াজ মুন্সিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোরে দাশপাড়া ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ‘পৃথক দুটি ধর্ষণ মামলায় দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।’

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ