হোম > সারা দেশ > পটুয়াখালী

বাউফলে সাবেক কাউন্সিলর ও ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলায় ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর বাউফল পৌরসভার সাবেক কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার সকালে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ডেভিল হান্ট অভিযানে তাঁরা গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাউফল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের নেতা বেল্লাল হোসেন, কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফকরুল ইসলাম ফোরকান এবং সূর্যমণি ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ওয়ার্ড সহসভাপতি ইমরান ব্যাপারী।

পুলিশ জানিয়েছে, ২০২২ সালে বাউফল সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের একটি সভায় হামলা, ভাঙচুর ও জখমের ঘটনা ঘটে। ওই ঘটনায় গত বছরের ২৪ আগস্ট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খলিলুর রহমান বাউফল থানায় মামলা করেন। গ্রেপ্তার ব্যক্তিদের ওই ঘটনায় সংশ্লিষ্টতা ছিল।

জানা গেছ, সাবেক চিফ হুইপ ও সাবেক সংসদ সদস্য (পটুয়াখালী-২) আ স ম ফিরোজ ঢাকার ভাটারা থানার হত্যা মামলায় গ্রেপ্তারের পর তাঁকেও এই মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছিল। আ স ম ফিরোজ বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং এই হামলা মামলার প্রধান আসামি।

ওসি কামাল হোসেন বলেন, ‘ডেভিল হান্ট অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে হাজির করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ