হোম > সারা দেশ > বরগুনা

শাড়িতে ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ 

বরগুনা প্রতিনিধি

বরগুনার বেতাগীতে শাড়িতে ঝুলন্ত দম্পতির মরদেহের উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার মোকামিয়া ইউনিয়নের জোয়ার করুণা গ্রামের একটি বাড়ি থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন–মোকামিয়া ইউনিয়নের জোয়ার করুণা গ্রামের বাসিন্দা হিরু হাওলাদারের মেয়ে তামান্না (১৯) ও একই এলাকার বাসিন্দা মনির হাওলাদারের ছেলে আসলাম (২২)।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আজ শনিবার সকালে প্রতিবেশীরা আসলাম ও তামান্নার কোনো  সাড়াশব্দ না পেয়ে ডাকাডাকি করেন। পরে দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করলে তাদের একই শাড়িতে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টার দিকে পুলিশ ঘরের ভেতর থেকে শাড়িতে ফাঁস দেওয়া  ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

তামান্নার মামা মো. বায়োজীদ হোসেন জানান, এক বছর সম্পর্কের মাধ্যমে তামান্না ও আসলাম বিয়ে করেন। ছেলের পরিবার মেনে নিলেও মেয়ে তামান্নার পরিবারের কেউ এ বিয়ে মেনে নেয়নি। বিয়ের পর থেকে স্বামীর বাড়িতেই থাকতেন এ দম্পতি।

 বায়েজিদ বলেন, আত্মহত্যার দু’দিন আগে আমার বোনকে ফোন করেন তামান্না এবং জানান, তার শাশুড়ি ও দাদি শাশুড়ি মিলে তাঁকে নানাভাবে মানসিক নির্যাতন করেন।

নিহত আসলামের মা পারভিন বেগম বলেন, গতকালও আমার ছেলে বাজারে গিয়ে মাছ কিনে এনেছে। আমাদের সঙ্গে ছেলে ও বউয়ের অনেক ভালো সম্পর্ক ছিল ওরা কেন আত্মহত্যা করল বুঝতে পারছি না।

বেতাগী থানার ওসি মো. শাহআলম হাওলাদার বলেন, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি টিম কাজ করেছেন। লাশ সুরতহাল কাজ শেষে বরগুনা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ ঘটনার কারণ জানার জন্য কাজ করছে এবং রিপোর্ট হাতে পেলে সঠিক তথ্য পাওয়া যাবে।

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি