ভোলায় আগুনে অন্তত ১০টি দোকাআগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার রাত পৌনে ২টার দিকে সদর উপজেলার ইলিশা ইউনিয়নের জংজন বাজারে এ ঘটনা ঘটে। আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
ভোলা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি আরও বলেন, একটি কাঠের দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।