দৈনিক আজকের পত্রিকার সহকারী বার্তা সম্পাদক (ন্যাশনাল ডেস্ক) সাদেক উদ্দিন আহমেদের বাবা, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহম্মেদের জানাজা শেষে শনিবার সকালে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কারখানা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
রাষ্ট্রের পক্ষে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহম্মেদকে গার্ড অব অনার প্রদান করেন বাউফল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ড।
এ সময় বাউফল উপজেলা প্রশাসন ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে মরহুমের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। জানাজায় এলাকার সর্বস্তরের মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহম্মেদ শুক্রবার দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
তিনি দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়সহ বাউফল ও মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। চাকরি থেকে অবসরের পর তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
মরহুম শাহাবুদ্দিন আহম্মেদ এলাকায় একজন খ্যাতনামা শিক্ষাবিদ, সমাজ সেবক ও মুক্তিযোদ্ধা হিসেবে সমাদৃত ছিলেন।