হোম > সারা দেশ > পটুয়াখালী

গার্ড অব অনার দিয়ে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহম্মেদের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

রাষ্ট্রের পক্ষে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহম্মেদকে গার্ড অব অনার প্রদান করেন বাউফল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ড। ছবি: আজকের পত্রিকা

দৈনিক আজকের পত্রিকার সহকারী বার্তা সম্পাদক (ন্যাশনাল ডেস্ক) সাদেক উদ্দিন আহমেদের বাবা, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহম্মেদের জানাজা শেষে শনিবার সকালে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।

সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কারখানা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

রাষ্ট্রের পক্ষে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহম্মেদকে গার্ড অব অনার প্রদান করেন বাউফল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ড।

এ সময় বাউফল উপজেলা প্রশাসন ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে মরহুমের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। জানাজায় এলাকার সর্বস্তরের মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহম্মেদ শুক্রবার দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কারখানা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহম্মেদের জানাজা অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

তিনি দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়সহ বাউফল ও মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। চাকরি থেকে অবসরের পর তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

মরহুম শাহাবুদ্দিন আহম্মেদ এলাকায় একজন খ্যাতনামা শিক্ষাবিদ, সমাজ সেবক ও মুক্তিযোদ্ধা হিসেবে সমাদৃত ছিলেন।

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি