হোম > সারা দেশ > পটুয়াখালী

বাজারে কেনাকাটায় গিয়ে সেনাসদস্য পরিচয় দেওয়া যুবক পুলিশের হাতে আটক

মির্জাগঞ্জ (পটুয়াখালী)  প্রতিনিধি

পুলিশের হাতে আটক কামরুল ইসলাম। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জে কামরুল ইসলাম (১৯) নামের এক ভুয়া সেনাসদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৮টার দিকে নান্নু শপিং কমপ্লেক্সের একটি দোকান থেকে তাঁকে আটক করা হয়। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সোরা গ্রামের বাসিন্দা।

জানা গেছে, কামরুল ইসলাম কিছু দিন ধরে মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া গ্রামে এক আত্মীয়ের বাসায় থাকেন। গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয় নান্নু শপিং কমপ্লেক্সের একটি দোকানে তিনি কেনাকাটা করতে যান। সেখানে তিনি নিজেকে সেনাসদস্য বলে পরিচয় দেন।

দোকান মালিক মো. নাসির হাওলাদার বলেন, দোকান থেকে কিছু জিনিসপত্র কিনতে গিয়ে কামরুল ইসলাম নিজেকে সেনাসদস্য বলে পরিচয় দেন। দোকানে তখন আমার ভাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মিজান উপস্থিত ছিলেন। তিনি কামরুলকে কোথায় ট্রেনিং করেছেন, পোস্টিং কোথায় এসব জানতে চান। তাঁর কথাবার্তায় সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, জিজ্ঞাসাবাদে কামরুল ইসলাম সেনাসদস্য নন বলে নিশ্চিত হওয়া গেছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ