হোম > সারা দেশ > পটুয়াখালী

বাজারে কেনাকাটায় গিয়ে সেনাসদস্য পরিচয় দেওয়া যুবক পুলিশের হাতে আটক

মির্জাগঞ্জ (পটুয়াখালী)  প্রতিনিধি

পুলিশের হাতে আটক কামরুল ইসলাম। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জে কামরুল ইসলাম (১৯) নামের এক ভুয়া সেনাসদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৮টার দিকে নান্নু শপিং কমপ্লেক্সের একটি দোকান থেকে তাঁকে আটক করা হয়। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সোরা গ্রামের বাসিন্দা।

জানা গেছে, কামরুল ইসলাম কিছু দিন ধরে মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া গ্রামে এক আত্মীয়ের বাসায় থাকেন। গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয় নান্নু শপিং কমপ্লেক্সের একটি দোকানে তিনি কেনাকাটা করতে যান। সেখানে তিনি নিজেকে সেনাসদস্য বলে পরিচয় দেন।

দোকান মালিক মো. নাসির হাওলাদার বলেন, দোকান থেকে কিছু জিনিসপত্র কিনতে গিয়ে কামরুল ইসলাম নিজেকে সেনাসদস্য বলে পরিচয় দেন। দোকানে তখন আমার ভাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মিজান উপস্থিত ছিলেন। তিনি কামরুলকে কোথায় ট্রেনিং করেছেন, পোস্টিং কোথায় এসব জানতে চান। তাঁর কথাবার্তায় সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, জিজ্ঞাসাবাদে কামরুল ইসলাম সেনাসদস্য নন বলে নিশ্চিত হওয়া গেছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ