হোম > সারা দেশ > পটুয়াখালী

বাউফলে অ্যাম্বুলেন্সের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, কৃষি কর্মকর্তা নিহত

পটুয়াখালী প্রতিনিধি

নিহত মিলন হাওলাদার। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে অ্যাম্বুলেন্স ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার ভুবন সাহার কাচারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত ব্যক্তির নাম মিলন হাওলাদার (৩০)। তিনি উপজেলার সূর্যমণি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের সাবেক মেম্বার শাহাবুদ্দিন হাওলাদারের ছেলে। মিলন হাওলাদার বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

২০১৮ সালে মিলন হাওলাদার উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে প্রথম চাকরিতে যোগদান করেন। বর্তমানে তাঁর স্ত্রী ও তিন বছর বয়সী এক মেয়ে সন্তান রয়েছে।

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন। তিনি বলেন, অ্যাম্বুলেন্স ও অটোরিকশা চালক পালিয়েছেন। তাঁদের আটক করার চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে সিএনজিচালিত অটোরিকশায় করে কর্মস্থল বরিশালের উদ্দেশ্যে রওনা দেন মিলন হাওলাদার। এ সময় বাউফল উপজেলার ভুবন সাহার কাচারি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিলন হাওলাদার গুরুতর আহত হন। স্থানীরা উদ্ধার করে তাঁকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলন হাওলাদারকে মৃত ঘোষণা করেন।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ