হোম > সারা দেশ > পটুয়াখালী

বাউফলে অ্যাম্বুলেন্সের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, কৃষি কর্মকর্তা নিহত

পটুয়াখালী প্রতিনিধি

নিহত মিলন হাওলাদার। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে অ্যাম্বুলেন্স ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার ভুবন সাহার কাচারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত ব্যক্তির নাম মিলন হাওলাদার (৩০)। তিনি উপজেলার সূর্যমণি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের সাবেক মেম্বার শাহাবুদ্দিন হাওলাদারের ছেলে। মিলন হাওলাদার বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

২০১৮ সালে মিলন হাওলাদার উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে প্রথম চাকরিতে যোগদান করেন। বর্তমানে তাঁর স্ত্রী ও তিন বছর বয়সী এক মেয়ে সন্তান রয়েছে।

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন। তিনি বলেন, অ্যাম্বুলেন্স ও অটোরিকশা চালক পালিয়েছেন। তাঁদের আটক করার চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে সিএনজিচালিত অটোরিকশায় করে কর্মস্থল বরিশালের উদ্দেশ্যে রওনা দেন মিলন হাওলাদার। এ সময় বাউফল উপজেলার ভুবন সাহার কাচারি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিলন হাওলাদার গুরুতর আহত হন। স্থানীরা উদ্ধার করে তাঁকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলন হাওলাদারকে মৃত ঘোষণা করেন।

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে