হোম > সারা দেশ > ভোলা

ভোলায় পাঁচ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩

ভোলা প্রতিনিধি

গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

ভোলা সদর উপজেলার ব্যাংকেরহাট ও পরানগঞ্জ বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বাসিন্দা মিজানুর রহমানের ছেলে মো. শাকিল (৩০), বোরহানউদ্দিন উপজেলার মানিকা ইউনিয়নের বাসিন্দা ভবেশ চন্দ্র সোমের ছেলে শুভ দিগন্ত (২৩) এবং ময়মনসিংহের হালুয়াঘাট এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে মো. ওয়াসিম (২১)।

বুধবার (২১ মে) দুপুরে ভোলা সদর মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে অভিযান চালিয়ে তাঁদের তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাঁরা আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য। সবাই চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তাঁদের অন্যান্য সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি