হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এনসিপির আলোচনা সভা

পটুয়াখালী প্রতিনিধি

আলোচনা সভা। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আলোচনা সভা ও মতবিনিময় করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২৪ মে) বেলা ১১টার দিকে অনুষ্ঠিত এ সভায় এনসিপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তামিম আহমেদ বলেন, ‘আমরা খুব স্বল্প পরিসরে একটি আলোচনা সভার আয়োজন করেছি। মূলত জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এখানে এসেছিলাম। শহীদ ও আহতদের পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে এই আয়োজন।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, ‘আমাদের জেলায় একটি কমিটি রয়েছে, যা জুলাই আন্দোলনে আহত ও নিহতদের যাচাই-বাছাইয়ের কাজে নিয়োজিত। আমি নিজেও সেই কমিটির একজন সদস্য হিসেবে কাজ করি। হাসপাতালের সভাকক্ষে আহত বা শহীদ পরিবার-সংক্রান্ত কর্মসূচি হয়েছে।

আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহমুখ্য সংগঠক (দক্ষিণ) ডা. মাহমুদা মিতু, কেন্দ্রীয় সদস্য আবু সাইদ মুসা, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তামিম আহমেদ, পটুয়াখালী জেলার ছাত্র প্রতিনিধি সজিবুল ইসলাম সালমান, রাইয়ান সাকের এ ছাড়াও বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ