হোম > সারা দেশ > বরগুনা

প্রসূতি ও নবজাতকের মৃত্যুর পর চিকিৎসক–নার্স পলাতক, হাসপাতাল সিলগালা

বরগুনা প্রতিনিধি

বরগুনায় একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর প্রসূতি ও তাঁর নবজাতকের মৃত্যু হয়েছে। বামনা উপজেলার সুন্দরবন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গতকাল সোমবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ক্লিনিকের চিকিৎসক, নার্সসহ সব স্টাফ পালিয়ে গেছেন। 

এ ঘটনায় আজ মঙ্গলবার সন্ধ্যায় নিহতের বাবা মো. ছগির হোসেন বাদী হয়ে বামনা থানায় হাসপাতালের মালিক, ব্যবস্থাপক, চিকিৎসক ও নার্সসহ ছয়জনকে আসামি করে মামলা করেছেন। বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে, আজ দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বামনা থানার ওসি ও বামনা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসপাতালে যান। এ সময় হাসপাতালটির নিবন্ধন না থাকায় তা সিলগালা করা হয়। 

হাসপাতালটির মালিক বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ মিজানুর রহমান এবং ডৌয়াতলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রেজাউল ইসলাম। 

প্রসূতি মোসা. মেঘলা আক্তার (১৯) উপজেলার উত্তর রামনা গ্রামের মো. রফিকুল ইসলামের (তারেক) স্ত্রী। তিনি জানান, মেঘলার প্রসবব্যথা শুরু হলে সোমবার বিকেলে তাঁকে ওই ক্লিনিকে ভর্তি করানো হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবাসিক চিকিৎসা কর্মকর্তা সবুজ কুমার দাস, পরিচালক রেজাউল ইসলামসহ ৫-৬ জন মিলে অস্ত্রোপচার শুরু করেন। রাত পৌনে ১১টার দিকে ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, মেঘলা ও নবজাতকের মৃত্যু হয়েছে। এরপরই সেখান থেকে সবাই পালিয়ে যান। 

মো. রফিকুল ইসলাম আরও জানান, ওই হাসপাতালে কোনো অ্যানেসথেসিয়াসিস্ট ছিল না। সেখানে থাকা চিকিৎসকেরাই অ্যানেসথেসিয়া দিয়েছিলেন। যার কারণে তাঁর স্ত্রীর অতিরিক্ত রক্তক্ষরণ হয়। 

এ ঘটনায় আজ দুপুর ১২টার দিকে পুলিশ মেঘলার বাবার বাড়ি গুদিঘাটা গ্রাম থেকে দুজনের লাশ উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠায়। সেই সঙ্গে দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মনিরুজ্জামান এবং বামনা থানার ওসি তুষার কুমার মণ্ডল হাসপাতাল তালা লাগিয়ে দেন। 

বামনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘সুন্দরবন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য বৈধ কোনো কাগজপত্র নেই। অপচিকিৎসার কারণে প্রসূতি মেঘলা আক্তার ও নবজাতকের মৃত্যু হয়েছে। তাই আমরা হাসপাতালটিতে তালা লাগিয়ে দিয়েছি।’ 

সুন্দরবন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক এবং বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ মিজানুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও তাঁকে পাওয়া যায়নি।

তরমুজ ‘বিপ্লবে’ সারসংকট

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মুলা পাঠালেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা

বরিশালে যুবকের লাশ হাসপাতালে রেখে পলায়ন, শরীরে পোড়া দাগ, গ্রেপ্তার ৩

বরিশাল সিটি করপোরেশন: চাকরি স্থায়ীকরণের দাবিতে নগর ভবনে বিক্ষোভ, কর্মবিরতির ঘোষণা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন ১৪ ফেব্রুয়ারি

নির্বাচন নিয়ে টালবাহানা করলে মানুষ উৎখাত করবে: চরমোনাই পীর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে র‍্যাগিং, তদন্তে ৪ সদস্যের কমিটি

বাউফলে অজ্ঞাত রোগে ৬ মহিষের মৃত্যু

সমতল জমিতে কমলা চাষে সফল দশমিনার আনিছুর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ