হোম > সারা দেশ > ঝালকাঠি

গোসল করতে গিয়ে নিখোঁজ সাবেক ইউপি চেয়ারম্যান, পুকুরে মিলল মরদেহ

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

বাড়ির সামনের পুকুরে গোসলের উদ্দেশে বের হয়েছিলেন ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল রব গাজী (৮৫)। কিন্তু এরপর তিনি সেখান থেকে আর জীবিত ফেরেননি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টায় তাঁর মরদেহ পুকুর থেকে উদ্ধার করে। 

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল রব গাজী স্থানীয় বানাই রাবেয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তাঁর স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। 

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির সামনের পুকুরে গোসলের উদ্দেশে ঘর থেকে বের হন আব্দুল রব গাজী। অনেক সময় ধরে ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন পুকুর পাড়ে গিয়ে তাঁর জুতা ও গামছা দেখতে পায়। পরে স্থানীয়রা পুকুরে অনেক খোঁজাখুঁজির পরও তাঁর কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টায় তাঁর মরদেহ পুকুর থেকে উদ্ধার করে। 

চেঁচরী রামপুর ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশীদ বলেন, সাবেক চেয়ারম্যান আব্দুল রব গাজী প্রতিদিনের মতো নিজ বাড়ির সামনে বড় পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। প্রথমে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ঘণ্টাখানেক চেষ্টার পর আব্দুল রব গাজীর মরদেহ পুকুর থেকে উদ্ধার করে।

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা