হোম > সারা দেশ > বরগুনা

গুড নেইবারসের প্ল্যান্টে উপকূল পেল প্রাণ, মিটল সুপেয় জলের টান

আমতলী (বরগুনা) প্রতিনিধি 

আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। ছবি: আজকের পত্রিকা

বরগুনার তালতলী উপজেলার উপকূলীয় উত্তর ঝারখালি গ্রামে গুড নেইবারস বাংলাদেশ ও জাপান দূতাবাসের যৌথ সহযোগিতায় একটি আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে। এতে ওই এলাকার শতাধিক পরিবার নিরাপদ পানির সুবিধা পাচ্ছে।

আজ সোমবার সকালে প্ল্যান্টটির উদ্বোধন করেন জাপান দূতাবাসের ‘গ্র্যান্ট অ্যাসিস্ট্যান্স ফর গ্রাসরুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্ট (জিজিএইচএসপি)’ প্রকল্পের পরামর্শক খান নানামি। উদ্বোধনের পর উপজেলা পরিষদের পায়রা হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এসডব্লিউসি সভাপতি ইসহাক মাঝি। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেইবারস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বার্টিন গমেজ, এসই ডিপার্টমেন্টের প্রধান রেমন্ড কুইয়া ও জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী নাজমুল হোসেন শাহিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিডিপি ম্যানেজার নাইমুর রহমান শোভন।

বক্তারা জানান, ২০০৯ সালের ঘূর্ণিঝড় আইলার পর উপকূলীয় এলাকায় পানির লবণাক্ততা বেড়ে যায়। ফলে সুপেয় পানির উৎস নষ্ট হয়ে পড়ে এবং সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ে। এই প্রেক্ষাপটে স্থাপিত গুড নেইবারসের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রতিদিন গড়ে ২০ হাজার লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করতে সক্ষম।

স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে ১২টি ‘সেফ ওয়াটার পয়েন্ট’ স্থাপন করা হয়েছে, যেগুলো বন্যার সময়ও সচল রাখতে উঁচু জায়গায় নির্মাণ করা হয়েছে। পরীক্ষাগারে বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে, এই পানি পান ও রান্নার জন্য নিরাপদ।

প্ল্যান্টের রক্ষণাবেক্ষণে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে গঠিত ‘সেফ ড্রিকিং ওয়াটার ম্যানেজমেন্ট কমিটি’ ইতিমধ্যে কাজ শুরু করেছে। সংশ্লিষ্টরা জানান, এ প্রকল্প টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG-6) বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এস এম কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মারুফ হোসেন, সমাজকর্মী মো. আজিজুল হক শিকদার ও উপকারভোগী প্রতিনিধি মোসা. মাহিনুর।

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে