হোম > সারা দেশ > ভোলা

পিটিয়ে চোখ তুলে যুবককে পুলিশে দিল জনতা

ভোলা সংবাদদাতা

প্রতীকী ছবি

ভোলার বোরহানউদ্দিনে মো. হাসান নামের এক যুবককে পিটুনি দিয়ে তাঁর চোখ তুলে নিয়েছে এলাকার লোকজন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার দেউলা ইউনিয়নের ঝিটকা বাজারে এ ঘটনা ঘটে।

হাসান জেলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. রতন মাঝির ছেলে। তাঁকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

স্থানীয় লোকজন জানান, পূর্বশত্রুতার জেরে গতকাল রাতে আহত হাসান স্থানীয় হাসান নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেন। ওই সময় তাঁকে বাঁচাতে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে তাঁদের ওপরও চড়াও হয়ে মারধর করেন হাসান। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় লোকজন হাসানকে আটক করে পিটুনি দিয়ে চোখ উপড়ে ফেলে। পরে আহত অবস্থায় তাঁকে পুলিশে দেওয়া হয়।

স্থানীয়দের দাবি, হাসান বখাটে যুবক। তিনি ওই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতেন। এতে তাঁর প্রতি অতিষ্ঠ এলাকাবাসী।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান ও এসআই অসীম কুমার জানান, খবর পেয়ে তাঁরা ঝিটকা বাজার থেকে আহত অবস্থায় হাসানকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আহত হাসান বখাটে প্রকৃতির বলেও জানান ওসি।

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ