হোম > সারা দেশ > ঝালকাঠি

চাঁদাবাজির অভিযোগ: রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ স্থগিত

ঝালকাঠি প্রতিনিধি 

রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকন। ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দর্শানোর নোটিশ প্রদানের পর সন্তোষজনক জবাব না পাওয়ায় ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনের দলীয় পদ স্থগিত করা হয়েছে।

আজ শনিবার (২৫ জানুয়ারি)  বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ঝালকাঠি জেলা বিএনপি অধীন রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসিম উদ্দিন আকনের দলীয় পদ ২৫ জানুয়ারি হইতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে দলীয় সমস্ত কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের রাজাপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক (দলীয় পদ স্থগিত) এর সঙ্গে কোনো প্রকার যোগাযোগ রক্ষা না করার জন্য নির্দেশনা দেওয়া হলো।

এ বিষয়ে নাসিম উদ্দিন আকন বলেন, ‘আমাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল। আমি সেটার জবাব দিয়েছি। জেলা বিএনপি থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আমার পদ স্থগিত করা হয়েছে।’

জেলা বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রচার হওয়ার পরে আমরা তাঁকে শোকজ করেছিলাম। শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁর দলীয় পদ স্থগিত করা হয়েছে।’

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা