হোম > সারা দেশ > বরিশাল

বাকেরগঞ্জে ইউপি সদস্যদের বিরুদ্ধে ওএমএসের চাল আত্মসাতের অভিযোগ

বরিশাল প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে ১০ টাকার চাল (ওএমএস) নিয়ে অনিয়মের অভিযোগ উঠছে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা খানের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিকার চেয়ে সম্প্রতি ওই এলাকার নুর শরিফ হাওলাদার নামের এক ব্যক্তির বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা যায়, গত ২ মাস আগে স্থানীয় নুর শরিফ হাওলাদারসহ প্রায় শতাধিক ওএমএস কার্ডধারীর কার্ড জমা নেন সদ্য নির্বাচিত রঙ্গশ্রী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোস্তফা খান। পরে তাঁদের চাল না দিয়ে টালবাহানা শুরু করেন মোস্তফা। গত অক্টোবরে অন্যান্য কার্ডধারীরা চাল পেলেও বঞ্চিত হন ইউপি সদস্যর কাছে কার্ড জমা রাখা ব্যক্তিরা। ইউপি সদস্য মোস্তফা তাঁদের চাল আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন বঞ্চিতরা। 

অভিযোগকারী নুর শরীফ হাওলাদার বলেন, আমি ১৯৬৬ সাল থেকে আওয়ামী লীগ করি। বয়সের কারণে শারীরিক পরিশ্রমের কাজ করতে পারি না। ওই চালের ওপর আমার পরিবার নির্ভরশীল। ২ মাস আগে আমিসহ প্রায় শতাধিক লোকের কার্ড (ওএমএস) জমা নিয়েছেন ইউপি সদস্য মোস্তফা খান। পরে আমাদের চাল না দিয়ে ইউপি সদস্য আত্মসাৎ করেছেন। উপায় না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি। 

অভিযুক্ত ইউপি সদস্য মোস্তফা খান ওএমএসের কার্ড জমা রাখার বিষয়টি অস্বীকার করে বলেন, কার্ড জমা রাখার এখতিয়ার আমার নেই। আমি যাদের কার্ড নিয়েছি পরে আবার ফেরত দিয়েছি। তবে এর বেশি কিছু জানতে হলে চালের ডিলারের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন এ ইউপি সদস্য। 

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ