বরগুনায় নৌকার দুটি নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার ৩ নম্বর ফুলঝুড়ি ইউনিয়নের রোডপাড়া ও বুর্জিরহাট এলাকার দুটি ক্যাম্পে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে বরগুনা সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় ফুলঝুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ইউনিয়নের বুর্জিরহাট ও রোডপাড়া বাজারে নৌকা প্রতীকের প্রচার ক্যাম্পের দুটি কার্যালয়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। তাতে ওই ঘর দুটির আংশিক ক্ষতিগ্রস্ত হয়। বুর্জিরহাটে ইউনিয়ন যুবলীগের কার্যালয়টি নৌকার প্রচার ক্যাম্প হিসেবে ব্যবহার করা হতো।
ওই এলাকার ইউপি সদস্য মো. খলিলুর রহমান বলেন, ‘সকালে বাজারের লোকজনের কাছ থেকে খবর পেয়ে বুর্জিরহাট ও রোডপাড়া নৌকা প্রতীকের দুটি নির্বাচনী প্রচার ক্যাম্প দেখে এসেছি। গভীর রাতে কেরোসিন দিয়ে ঘর দুটি পুড়িয়ে দেওয়া হয়েছে।’