হোম > সারা দেশ > ভোলা

ভোলায় দুর্ধর্ষ সিরাজ বাহিনীর দুই ডাকাত আটক

ভোলা প্রতিনিধি

ভোলায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে সিরাজ বাহিনীর ২ ডাকাত। ছবি: সংগৃহীত

ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে দুর্ধর্ষ ডাকাত সিরাজ বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, চার রাউন্ড তাজা গোলা, পাঁচ রাউন্ড কার্তুজ এবং দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন মো. শহীদ (৪৮) ও মো. শাহাবুদ্দিন (৪৫)। তাঁরা ভোলা জেলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের পশ্চিম জয়নগর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দৌলতখান উপজেলার খয়েরহাট বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। সোমবার (৩ জুন) দিবাগ রাত ১টা থেকে আজ মঙ্গলবার ভোর ৫ পর্যন্ত অভিযান চলে। আজ মঙ্গলবার সকালে কোস্ট গার্ড ভোলার দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কোস্ট গার্ড দক্ষিণ জোন ও পুলিশের সমন্বয়ে ভোলার দৌলতখান উপজেলার খয়েরহাট বাজারসংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকা থেকে দুটি বাড়ি তল্লাশি করে অস্ত্র তৈরির কারিগর ও দুর্ধর্ষ ডাকাত সিরাজ বাহিনীর দুই সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতখান থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। এর মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ