হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে দুই যুবকের মরদেহ উদ্ধার

বরিশাল প্রতিনিধি

বরিশাল নগর ও বাকেরগঞ্জ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে বাকেরগঞ্জ উপজেলার কানকি খাল থেকে সুমন হাওলাদার (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি বাকেরগঞ্জের কানকি গ্রামের মুক্তিযোদ্ধা কাঞ্চন হাওলাদারের ছেলে। 

অপরদিকে গতকাল মঙ্গলবার সকালে কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বাকেরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন মিলন বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশে বাকেরগঞ্জের কানকি খালে অজু করতে গেলে মো. সুমন হাওলাদার নিখোঁজ হন। প্রথমে পরিবার সদস্যরা খোঁজাখুঁজি করে না পেলে স্থানীয়রা ফায়ার সার্ভিস অফিসে খবর দেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনা করে রাত ১০টার পরে কানকি খাল থেকে সুমনের মরদেহ উদ্ধার করে। 

এদিকে নগরের কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা-পুলিশ। আজ বুধবার সকালে নগরীর রসূলপুর চর সংলগ্ন নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

কোতয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, রসূলপুর চর সংলগ্ন কীর্তনখোলা নদীতে আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের অজ্ঞাত ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানান। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে বরিশাল মেডিকেলের মর্গে পাঠায়। এ সময় তাঁর শরীরে ট্রাউজার ও শীতের জামা কাপড় রয়েছে। তবে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। 

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ