হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে দুই যুবকের মরদেহ উদ্ধার

বরিশাল প্রতিনিধি

বরিশাল নগর ও বাকেরগঞ্জ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে বাকেরগঞ্জ উপজেলার কানকি খাল থেকে সুমন হাওলাদার (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি বাকেরগঞ্জের কানকি গ্রামের মুক্তিযোদ্ধা কাঞ্চন হাওলাদারের ছেলে। 

অপরদিকে গতকাল মঙ্গলবার সকালে কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বাকেরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন মিলন বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশে বাকেরগঞ্জের কানকি খালে অজু করতে গেলে মো. সুমন হাওলাদার নিখোঁজ হন। প্রথমে পরিবার সদস্যরা খোঁজাখুঁজি করে না পেলে স্থানীয়রা ফায়ার সার্ভিস অফিসে খবর দেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনা করে রাত ১০টার পরে কানকি খাল থেকে সুমনের মরদেহ উদ্ধার করে। 

এদিকে নগরের কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা-পুলিশ। আজ বুধবার সকালে নগরীর রসূলপুর চর সংলগ্ন নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

কোতয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, রসূলপুর চর সংলগ্ন কীর্তনখোলা নদীতে আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের অজ্ঞাত ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানান। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে বরিশাল মেডিকেলের মর্গে পাঠায়। এ সময় তাঁর শরীরে ট্রাউজার ও শীতের জামা কাপড় রয়েছে। তবে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। 

ধর্ষণের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীর, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী