হোম > সারা দেশ > পটুয়াখালী

সাবেক প্রতিমন্ত্রী মহিববুরসহ কলাপাড়ার ৯ আ.লীগ নেতা-কর্মীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

পটুয়াখালী প্রতিনিধি

মো. মহিববুর রহমান। ছবি: সংগৃহীত

পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী) আসনের সাবেক সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমানসহ আওয়ামী লীগের ৯ নেতা-কর্মীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার কলাপাড়া থানার একটি মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীন কলাপাড়া চৌকি আদালতের ভারপ্রাপ্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হোসেন এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মজিবুর রহমান টোটন।

নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্য আসামিরা হলেন কলাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রাকিবুল আহসান, কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতালেব তালুকদার, নিষিদ্ধঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অমি গাজী, সাবেক সভাপতি মো. মুছা, মো. আশিক তালুকদার, মো. শাহ আলম ও মো. কাওসার পারভেজ।

এর আগে ২০২৪ সালের ১৮ আগস্ট কলাপাড়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় মামলাটি করা হয়।

পিপি মজিবুর রহমান টোটন জানান, মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ জুন দিন ধার্য রয়েছে। তদন্ত কর্মকর্তা কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার আদালতে উপস্থিত হয়ে এজাহারভুক্ত ৯ আসামির বিদেশগমনে নিষেধাজ্ঞার আবেদন করেন।

আদালত তদন্ত কর্মকর্তার আবেদন এবং মামলার নথিপত্র পর্যালোচনা করে পলাতক আসামি সাবেক প্রতিমন্ত্রী মহিববুর রহমানসহ অন্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।

আদেশের অনুলিপি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, পুলিশ মহাপরিদর্শক, পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক, পটুয়াখালী জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি