হোম > সারা দেশ > ঝালকাঠি

পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে মো. তাহসিন খলিফা (৯) নামের এক মাদ্রাসাশিক্ষার্থী নিহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সরমহল গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার দিনমজুর শাহ আলী খলিফার ছেলে এবং সরমহল ছায়েদিয়া এমদাদুল তামিল ইসলামিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেন তার ফুপা সরোয়ার হোসেন টিপু। 

এ নিয়ে সরোয়ার হোসেন টিপু বলেন, ‘তাহসিন মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় পল্লী বিদ্যুতের মেইন লাইনের তার ছিঁড়ে তার শরীরে পড়ে। এতে তার বুকের এক পাশ পুড়ে যায়। এরপর দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা পল্লী বিদ্যুতের অফিসে একাধিকবার কল করি। কিন্তু কেউ কল রিসিভ করেনি।’ 

এ নিয়ে জানতে চাইলে ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. কেফায়েত উল্লাহ্ বলেন, ‘আমরা ঘটনাস্থলে লোক পাঠাচ্ছি। যদি অফিস থেকে ফোন রিসিভ না করে থাকে তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

কুশঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সিকদার বলেন, ‘বিদ্যুতের তার পড়ে শিশুটির মারা গেছে। এ ঘটনায় আমরা মর্মাহত।’ 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তা ছাড়া বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা