হোম > সারা দেশ > পিরোজপুর

সড়কে শৃঙ্খলা ফেরানোর ও বাসভাড়া কমানোর দাবি

পিরোজপুর প্রতিনিধি

শহরের যানজট দূরীকরণ, দুর্ঘটনা কমানো ও সরকার নির্ধারিত বাসভাড়া কার্যকরের দাবিতে শুক্রবার সকালে পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পিরোজপুর যাত্রীকল্যাণ সমিতি। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুর শহরের যানজট দূরীকরণ, দুর্ঘটনা কমানো ও সরকার নির্ধারিত বাসভাড়া কার্যকরের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পিরোজপুর যাত্রীকল্যাণ সমিতি। আজ শুক্রবার সকালে পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মো. ফিরোজ খান, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, সমিতির সদস্যসচিব হাছিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক খালিদ আবু, জাহাঙ্গির হোসেন মিঠু, মো. নাসির উদ্দিন ও লাইজু আক্তার এবং যুগ্ম সদস্যসচিব তানিয়া রহমান ও নাইম উদ্দিন আকন।

লিখিত বক্তব্যে সমিতির আহ্বায়ক মাইনুল আহসান মুন্না বলেন, ‘পিরোজপুর থেকে ঢাকাগামী পরিবহনের বাসগুলো প্রতি যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ১০০-১৫০ টাকা আদায় করছে। এ ছাড়া পিরোজপুর শহরে ব্যাটারিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন অত্যধিকভাবে বেড়ে গেছে। এতে সাধারণ মানুষকে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। তাই এ যানবাহনগুলো শৃঙ্খলার মধ্যে রাখা প্রয়োজন।’

পিরোজপুরের সব রুটে চলাচলরত শিক্ষার্থীদের জন্য বাসভাড়া অর্ধেক করা এবং যাত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বাসের চালক ও হেলপারদের প্রশিক্ষণের ব্যবস্থা করারও দাবি জানান বক্তারা।

সমিতির এ দাবিগুলো বাস্তবায়নের জন্য পিরোজপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি পেশ করা হবে বলেও জানান আহ্বায়ক মাইনুল আহসান।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ