হোম > সারা দেশ > বরগুনা

বরগুনায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু: ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি

বরগুনায় সিজারিয়ান অস্ত্রপচারের পর নবজাতক ও প্রসূতির মৃত্যুর ঘটনায় বামনা উপজেলার ডৌয়াতলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার রাতে যাত্রাবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কান্তি মন্ডল। তিনি আজকের পত্রিকাকে বলেন, গতকাল শনিবার রাতে চেয়ারম্যান মিজানুর রহমানকে বামনা থানায় হস্তান্তর করেছে র‍্যাব। আজ দুপুরে বামনা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁকে হাজির করা হলে আদালত জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। 

মামলা সূত্রে জানা যায়, ১৫ জানুয়ারি দুপুরে মেঘলার প্রসবব্যথা শুরু হলে তাঁকে সুন্দরবন হাসপাতাল অ্যান্ড ডায়গনিস্টিক সেন্টারে ভর্তি করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অস্ত্রোপচার শুরু করা হয়। রাতে ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, মেঘলা ও নবজাতকের মৃত্যু হয়েছে। এরপরই হাসাপাতাল কর্তৃপক্ষ সবাই পালিয়ে যান। 

এ ঘটনায় ১৬ জানুয়ারি মেঘনার বাবা ছগির হোসেন বাদী হয়ে হাসপাতালের তিন মালিকসহ আটজনের নামে বামনা থানায় হত্যা মামলা করেন। 

মামলায় চিকিৎসক সবুজ কুমার দাসকে প্রধান আসামি করা হয়। হাসপাতালটির তিন মালিক হলেন–বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ মিজানুর রহমান এবং ডৌয়াতলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রেজাউল ইসলাম ও স্থানীয় মো. মনিরুল ইসলাম।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ