আলিম পরীক্ষায় এবারও দেশসেরা ফলাফল অর্জন করেছে ঝালকাঠির এন এস কামিল মাদ্রাসা। এ মাদ্রাসা থেকে এ বছর আলিম পরীক্ষায় ২৫৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ৩৭৪ জন পরীক্ষার্থীর অন্য সবাই ‘এ’ গ্রেড পেয়ে মাদ্রাসাটি শতভাগ পাসের গৌরব অর্জন করেছেন।
ইসলামি চিন্তাবিদ হজরত আযীযুর রহমান কায়েদ প্রতিষ্ঠিত এ মাদ্রাসা আলিম পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফল করে আসছে।
মাদ্রাসার অধ্যক্ষ মুফতি গাজী মো. শহিদুল ইসলাম আজ বুধবার দুপুরে পরীক্ষার্থীদের সামনে ফলাফল ঘোষণা করেন। এ সময় জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীরা বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে। ভালো ফলাফলের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে পরীক্ষার্থীরা একে অপরকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন।