হোম > সারা দেশ > বরগুনা

বেতাগীতে বাড়ি থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে বাড়ি থেকে তুলে নিয়ে ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দিবাগত রাতে ধর্ষণের এ ঘটনা ঘটে। ওই কিশোরীর বাড়ি উপজেলার সড়িষামুড়ি এলাকায়। 

ঘটনার পর গতকাল বৃহস্পতিবার মেয়েটির বাবা বাদী হয়ে ১ জনের নাম উল্লেখ করে বেতাগী থানায় ধর্ষণের মামলা দায়ের করেছেন। 

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্র জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে ওই কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে বের হয়। এ সময় পার্শ্ববর্তী এলাকার রতন বিশ্বাসের ছেলে বশির বিশ্বাস (৩৫) কথা আছে বলে মেয়েটিকে বাড়ির বাইরে নিয়ে যায়। কিছুক্ষণ পরে তাকে ঘরে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজখুজি শুরু করে। এরপর সকালে অভিযুক্ত বশির কিশোরীকে তার খালু বাড়ির কাছে রেখে পালিয়ে যায়। 

খবর পেয়ে মেয়ের বাবা এসে কিশোরীকে উদ্ধার করে। তখন কিশোরী জানায় বশির তাকে গভীর রাতে নৌকায় করে নদীতে নিয়ে ধর্ষণ করে। 

ভুক্তভোগী কিশোরীর বাবা আজকের পত্রিকাকে বলেন, ‘বশির নামে ওই ছেলে আমার মেয়েকে রাতে ডেকে নিয়ে ধর্ষণ করেছে। সকালে মেয়েকে উদ্ধার করে পুলিশে খবর দেই। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’ 

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘অভিযুক্ত বশিরকে আসামি করে ভুক্তভোগীর বাবা একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।’

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ