হোম > সারা দেশ > বরগুনা

বেতাগীতে বাড়ি থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে বাড়ি থেকে তুলে নিয়ে ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দিবাগত রাতে ধর্ষণের এ ঘটনা ঘটে। ওই কিশোরীর বাড়ি উপজেলার সড়িষামুড়ি এলাকায়। 

ঘটনার পর গতকাল বৃহস্পতিবার মেয়েটির বাবা বাদী হয়ে ১ জনের নাম উল্লেখ করে বেতাগী থানায় ধর্ষণের মামলা দায়ের করেছেন। 

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্র জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে ওই কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে বের হয়। এ সময় পার্শ্ববর্তী এলাকার রতন বিশ্বাসের ছেলে বশির বিশ্বাস (৩৫) কথা আছে বলে মেয়েটিকে বাড়ির বাইরে নিয়ে যায়। কিছুক্ষণ পরে তাকে ঘরে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজখুজি শুরু করে। এরপর সকালে অভিযুক্ত বশির কিশোরীকে তার খালু বাড়ির কাছে রেখে পালিয়ে যায়। 

খবর পেয়ে মেয়ের বাবা এসে কিশোরীকে উদ্ধার করে। তখন কিশোরী জানায় বশির তাকে গভীর রাতে নৌকায় করে নদীতে নিয়ে ধর্ষণ করে। 

ভুক্তভোগী কিশোরীর বাবা আজকের পত্রিকাকে বলেন, ‘বশির নামে ওই ছেলে আমার মেয়েকে রাতে ডেকে নিয়ে ধর্ষণ করেছে। সকালে মেয়েকে উদ্ধার করে পুলিশে খবর দেই। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’ 

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘অভিযুক্ত বশিরকে আসামি করে ভুক্তভোগীর বাবা একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।’

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি