হোম > সারা দেশ > ভোলা

ভোলায় পুকুরে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ

ভোলা প্রতিনিধি

মৃত মাছ। ছবি: সংগৃহীত

ভোলার দৌলতখানে পুকুরে বিষ প্রয়োগ করে এক মাছচাষির প্রায় আড়াই মণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মাছচাষি সাইফুল্লাহ আবেদীন বাদল জানিয়েছেন।

গতকাল সোমবার (১৯ মে) দিবাগত রাতে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাইফুল্লাহ আবেদীন বাদল ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিজস্ব পুকুরে মাছ চাষ করে আসছিলেন।

বাদল জানান, প্রতিদিনের মতো গতকাল বিকেলে তিনি মাছের খাবার দিতে পুকুরে যান। তখন বেশ কিছু মাছ ভেসে উঠতে দেখতে পান। পরে পুকুরের সব মাছ মারা যায়। মাগুর, কৈসহ প্রায় আড়াই মণ মাছ মারা গেছে বলে দাবি করেন তিনি।

বাদল আরও বলেন, ‘কে বা কারা পুকুরে বিষ ঢেলে দিয়েছে, তা আমি নিশ্চিত নই। তবে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে কেউ এই ক্ষতি করতে পারে।’

এ বিষয়ে দৌলতখান থানার ওসি জিল্লুর রহমান আজ মঙ্গলবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার খবর জেনেছি। ভুক্তভোগীকে থানায় একটি অভিযোগ দিতে বললেও তিনি এখনো কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ