হোম > সারা দেশ > পটুয়াখালী

মির্জাগঞ্জে অবৈধ সংযোগে বিদ্যুতায়িত হয়ে ভিক্ষুকের মৃত্যু

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে ধান খেতের অবৈধ বিদ্যুৎ লাইনে বিদ্যুতায়িত হয়ে মোস্তফা হাওলাদার (৫৫) নামের এক ভিক্ষুক মারা গেছেন। এ ঘটনায় মামলার পর ধানখেতের মালিক নুরুল ইসলাম (৫২) খন্দকার গ্রেপ্তার করেছে মির্জাগঞ্জ থানা-পুলিশ।

গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মির্জাগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা হাওলাদার মির্জাগঞ্জ ইউনিয়নের মির্জাগঞ্জ গ্রামের কাদের হাওলাদারের ছেলে। 

এ ঘটনায় নিহতের স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে ধান খেতের মালিক নুরুল ইসলাম খন্দকারকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মির্জাগঞ্জ থানা-পুলিশ আজ দুপুরে বেতাগী থানা-পুলিশের সহযোগিতায় বেতাগী আবুল বাশার ক্লিনিকের পেছনের বাড়ি থেকে নুরুল ইসলামকে গ্রেপ্তার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ। 

স্থানীয়রা বলেন, নুরুল ইসলাম খন্দকার তাঁর বাড়ি সংলগ্ন ইরি ধানের খেতের চারপাশে তারের মাধ্যমে বিদ্যুতায়িত করে রাখেন। ওই দিন সন্ধ্যার পরে একই গ্রামের ভিক্ষুক মোস্তফা হাওলাদার ভিক্ষা শেষে বাড়ি ফেরার পথে ওই তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। রাতে পথচারীরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশ ও নিহতের স্বজনদের জানান। পুলিশ ঘটনাস্থল গিয়ে রাতেই তাঁর মরদেহ উদ্ধার করেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামি নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। 

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম