হোম > সারা দেশ > বরিশাল

বাকেরগঞ্জে মাদকাসক্ত ছেলেকে হত্যা, থানায় মা-বাবার আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বাকেরগঞ্জ থানা। ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জে হাসান গাজী (১৮) নামে মাদকাসক্ত ছেলেকে হত্যার দায় নিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন মা-বাবা। আজ মঙ্গলবার বিকেলে পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড সাহেবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটেছে।

আত্মসমর্পণকারী মা-বাবা হচ্ছেন জাফর গাজী ও নাজমা বেগম।

নিহত যুবকের দুলাভাই কাওসার হোসেন জানান, তাঁর শ্বশুর-শাশুড়ির কাছে আজ টাকার জন্য চাপ দেন হাসান। কিন্তু টাকা দিতে রাজি না হওয়ায় শ্বশুরকে লাঠি দিয়ে মারতে যান হাসান। এ সময় পাল্টা মারধরে ঘটনাস্থলে মারা যান শ্যালক হাসান। পরে থানায় গিয়ে হত্যার দায় স্বীকার করেছেন শ্বশুর-শাশুড়ি।

প্রতিবেশী সুরুজ জানান, হাসান আজ নেশার টাকার জন্য ঘর ভাঙচুর ও তাঁর মা-বাবাকে মারধর করেন। ওই সময় তাঁর বাবা জাফর গাজী পাল্টা পিটুনি দিলে হাসানের মাথা ও ঘাড়ে আঘাত লাগে। একপর্যায়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তুহিন আক্তার বলেন, হাসপাতালে আনার আগেই যুবক মারা যান। ভারী কিছু দিয়ে গলা ও ঘাড়ে আঘাত লেগেছে তাঁর।

এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বিকেল সাড়ে ৪টার দিকে জাফর গাজী তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে এসে বলেছেন, ছেলের অত্যাচারে তাঁরা তাঁকে মারধর করেছেন। এখন বেঁচে আছে কি না জানেন না। তাঁরা থানায় এসে আত্মসমর্পণ করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার