হোম > সারা দেশ > বরিশাল

বাকেরগঞ্জে মাদকাসক্ত ছেলেকে হত্যা, থানায় মা-বাবার আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বাকেরগঞ্জ থানা। ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জে হাসান গাজী (১৮) নামে মাদকাসক্ত ছেলেকে হত্যার দায় নিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন মা-বাবা। আজ মঙ্গলবার বিকেলে পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড সাহেবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটেছে।

আত্মসমর্পণকারী মা-বাবা হচ্ছেন জাফর গাজী ও নাজমা বেগম।

নিহত যুবকের দুলাভাই কাওসার হোসেন জানান, তাঁর শ্বশুর-শাশুড়ির কাছে আজ টাকার জন্য চাপ দেন হাসান। কিন্তু টাকা দিতে রাজি না হওয়ায় শ্বশুরকে লাঠি দিয়ে মারতে যান হাসান। এ সময় পাল্টা মারধরে ঘটনাস্থলে মারা যান শ্যালক হাসান। পরে থানায় গিয়ে হত্যার দায় স্বীকার করেছেন শ্বশুর-শাশুড়ি।

প্রতিবেশী সুরুজ জানান, হাসান আজ নেশার টাকার জন্য ঘর ভাঙচুর ও তাঁর মা-বাবাকে মারধর করেন। ওই সময় তাঁর বাবা জাফর গাজী পাল্টা পিটুনি দিলে হাসানের মাথা ও ঘাড়ে আঘাত লাগে। একপর্যায়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তুহিন আক্তার বলেন, হাসপাতালে আনার আগেই যুবক মারা যান। ভারী কিছু দিয়ে গলা ও ঘাড়ে আঘাত লেগেছে তাঁর।

এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বিকেল সাড়ে ৪টার দিকে জাফর গাজী তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে এসে বলেছেন, ছেলের অত্যাচারে তাঁরা তাঁকে মারধর করেছেন। এখন বেঁচে আছে কি না জানেন না। তাঁরা থানায় এসে আত্মসমর্পণ করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী