হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালী আ.লীগের নেতা সিদ্দিক ঢাকায় গ্রেপ্তার

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি 

আবু বক্কর সিদ্দিক। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দশমিনা আওয়ামী লীগের নেতা হাজি আবু বক্কর সিদ্দিককে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার রাতে পুরান ঢাকার নারিন্দার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ (মঙ্গলবার) তাঁকে পল্টন থানায় হস্তান্তর করা হয়।

আবু বক্কর সিদ্দিক উপজেলার রণ গোপালদি ইউনিয়নের যৌতা গ্রামের মৃত আকুব আলী মুন্সির ছেলে। তিনি বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক গত সরকারের সময়ে নৌকা প্রতীক নিয়ে একবার এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুবার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করে হেরে যান। তাঁকে জুলাইয়ের অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর থেকে এলাকায় দেখা যায়নি। ঢাকায় ব্যবসা থাকায় তিনি পরিবার নিয়ে সেখানে থাকেন।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ নাসিরুল আমিন ফাহমি বলেন, ‘জুলাই অভ্যুত্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি পুলিশ দুপুরে তাঁকে থানায় হস্তান্তর করেছে। আজ (মঙ্গলবার) বিকেলে আদালতে প্রেরণ করা হবে।’

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি