হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালী আ.লীগের নেতা সিদ্দিক ঢাকায় গ্রেপ্তার

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি 

আবু বক্কর সিদ্দিক। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দশমিনা আওয়ামী লীগের নেতা হাজি আবু বক্কর সিদ্দিককে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার রাতে পুরান ঢাকার নারিন্দার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ (মঙ্গলবার) তাঁকে পল্টন থানায় হস্তান্তর করা হয়।

আবু বক্কর সিদ্দিক উপজেলার রণ গোপালদি ইউনিয়নের যৌতা গ্রামের মৃত আকুব আলী মুন্সির ছেলে। তিনি বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক গত সরকারের সময়ে নৌকা প্রতীক নিয়ে একবার এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুবার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করে হেরে যান। তাঁকে জুলাইয়ের অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর থেকে এলাকায় দেখা যায়নি। ঢাকায় ব্যবসা থাকায় তিনি পরিবার নিয়ে সেখানে থাকেন।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ নাসিরুল আমিন ফাহমি বলেন, ‘জুলাই অভ্যুত্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি পুলিশ দুপুরে তাঁকে থানায় হস্তান্তর করেছে। আজ (মঙ্গলবার) বিকেলে আদালতে প্রেরণ করা হবে।’

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ