হোম > সারা দেশ > বরগুনা

ছোনবুনিয়ার চরে পড়ে আছে বিশাল আকৃতির মাথাবিহীন তিমি 

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পায়রা নদীর তীরে ছোনবুনিয়ার চরে ভেসে এসেছে একটি বিশাল তিমির মৃতদেহ। তবে সেটির মাথা নেই। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনার সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ছোনবুনিয়ার চরে অর্ধগলিত মাথাবিহীন তিমির মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বিভিন্ন এলাকার উৎসুক মানুষ সেখানে ভিড় করে। মৃত তিমির দুর্গন্ধে এলাকার পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে। তবু নাক চেপে তিমি দেখতে আসছে শত শত মানুষ। 

বালিয়াতলী ইউপি সদস্য মো. ইউনুস মৃধা বলেন, রোববার (৩০ জুন) রাতে জোয়ারের পানিতে মৃত তিমিটি ভেসে এসে আটকে পড়েছে। খবর পেয়ে বন বিভাগ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউনুস মৃধা আরও বলেন, তিমির যে অংশটুকু ভেসে এসেছে তার ব্যস ২০ ফুটের বেশি হবে। মানুষ বৈরী আবহাওয়া উপেক্ষা করে পায়রা নদীর চড়ে ভিড় জমাচ্ছে। 

স্থানীয় পরিবেশ কর্মী আরিফুর রহমান বলেন, মৃত তিমিটি দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে করে আশপাশের বাতাস দূষিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাছটির হাড় সংরক্ষণ করে গবেষণার কাজে ব্যবহার করতে পারে এবং অবশিষ্টাংশ মাটিতে পুঁতে ফেলতে হবে। নইলে এলাকার পরিবেশ মারাত্মক দূষিত হবে। 

বরগুনা সহকারী বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিন্তু জোয়ার থাকার কারণে তিমিটি মাটিচাপা দিতে পারিনি। দ্রুত মাটিচাপা দেওয়া হবে। 

জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসিন বলেন, খবর পেয়েছি কিন্তু ঘটনাস্থলে যেতে পারিনি। আগামীকাল (২ জুলাই) গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা বলেন, পায়রা নদীর ছোনবুনিয়ার চড়ে অর্ধগলিত একটি তিমির মৃতদেহ পাওয়া গেছে। তিমির মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত তিমিটি পচে দুর্গন্ধ ছড়াতে পারে, তাই মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত মাটিতে পুঁতে ফেলা হবে।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ