হোম > সারা দেশ > বরিশাল

বাস চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক,বরিশাল

মাইশা ফৌজিয়া মিম। ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা সড়কের মোড়ে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে রাস্তা পারাপারের সময় বাসচাপায় মাইশা ফৌজিয়া মিম নামে এক ছাত্রী নিহত হয়েছেন।

আজ বুধবার রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইশা ফৌজিয়া মিম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সাকিবুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

এদিকে ববি ছাত্রী মীমের মৃত্যুতে রাতে ভিসির কার্যালয় ঘেরাও করেন ছাত্র-ছাত্রীরা। তারা এ ঘটনার বিচার দাবি করেন।

স্থানীয়রা জানান, বাসটির গতি অনেক বেশি ছিল। মেয়েটি হাত উঁচিয়ে রাস্তা পার হচ্ছিলেন। বাসটি ওই মেয়ের ওপর উঠিয়ে দিয়ে চলে যায়। মেয়েটি গাড়ির দুই চাকার মাঝখানে পড়ে যায়। লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

জানা যায়, নারায়ণগঞ্জ ট্রাভেলস নামে কুয়াকাটা থেকে বরিশালগামী বাসটি ওই শিক্ষার্থীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে শিক্ষার্থীরা সেরনিয়াবাত সেতুর টোলে বাসটিকে আটক করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সাকিবুল হাসান জানান, তাদের ছাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠেছে। বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা।

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার