হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে কারারক্ষী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, চাকরিপ্রত্যাশীদের বিক্ষোভ

ঝালকাঠি প্রতিনিধি  

চাকরিপ্রত্যাশীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

বরিশালের ঝালকাঠিতে কারারক্ষী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেছেন চাকরিপ্রত্যাশীরা।

মঙ্গলবার (৬ মে) সকালে ঝালকাঠি কেন্দ্রীয় কারাগারে উপস্থিত হয়ে বিক্ষোভ করেন কয়েক শ চাকরিপ্রত্যাশী। এ সময় তাঁরা অভিযোগ করেন, তাঁদের সব কাগজপত্র, উচ্চতা সঠিক থাকার পরেও তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে মাঠ থেকে বের করে দেওয়া হয়। এমনকি তাঁদের অনেকের সঙ্গে থাকা সার্টিফিকেটের ফটোকপি ছিঁড়ে ফেলা হয় এবং গায়ে হাত তোলা হয়।

পটুয়াখালী থেকে আসা চাকরিপ্রত্যাশী মাহফুজুর রহমান, ভোলা থেকে আসা মো. শাওন, বরগুনা থেকে আসা ফাহিম, পিরোজপুর থেকে আসা আবির কাজী, বরিশাল থেকে আসা মো. ছাব্বির এবং ঝালকাঠির রাহাত অভিযোগ করেন, ‘আমরা কারারক্ষী পদে পরীক্ষার জন্য ঝালকাঠিতে পরীক্ষায় অংশগ্রহণ করি। এ সময় আমাদের সঙ্গে বাজে ব্যবহার করা হয়েছে।’

যমুনা টিভির ঝালকাঠি জেলা প্রতিনিধি দুলাল সাহা বলেন, ‘ঝালকাঠি জেলা কারারক্ষী নিয়োগ পরীক্ষায় অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গেলে ঢাকা থেকে আসা জেল সুপার ফরহাদ ও তাঁর সঙ্গে থাকা কারারক্ষীরা আমার ক্যামেরা ভাঙচুর ও হেনস্তা করেছে।’

চাকরিপ্রত্যাশীদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে জানতে চাইলে ঝালকাঠি জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. সাইফুল ইসলাম বলেন, শারীরিক পরীক্ষায় বাদ পড়া পরীক্ষার্থীরা কারাগারের মূল ফটকের বাইরে বিক্ষোভ করেছেন। একপর্যায়ে পরিস্থিতি বেগতিক হয়। পরবর্তী সময়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানতে চাইলে জেল সুপার মো. আব্দুল্লা ইবনে তোফাজ্জল হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়োগ পরীক্ষার জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে; যার সঙ্গে আমি সম্পৃক্ত না।’

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, শারীরিক পরীক্ষায় বাদ পড়ার পরে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছিলেন। কিন্তু কারাগারের আশপাশে সকাল থেকেই অনেক পুলিশ সদস্য মোতায়েন ছিল; যে কারণে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে

শখের হাঁসটি ধরে নিয়ে গেলেন এনজিও কর্মীরা

৮ দফা দাবিতে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের